নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের আইডিয়ার গণঅভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে
আমার চোখে জুলাই বিপ্লব, নবজাগরণ অনুষ্ঠান
বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত
হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের কারনে এদেশ ফ্যাসিবাদ
সরকারের পতন ঘটেছে। দেশের মানুষ শান্তিতে বেঁচে
অধিকার ফিরে পেয়েছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ
করে আমাদের সন্তানদের এমন জায়গায় নিয়ে যেতে
হবে। তারা কখনো পরাজিত হবে না। আগামী
প্রজন্মকে আদর্শবান করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক
জাহান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
আছাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শিক্ষা
বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর
আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
শারমিন আক্তার, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান,
শহিদ ইমতিয়াজ জাবিরের মা শিরিনা আক্তার, আহত
যোদ্ধা আল মামুন লিখন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
যশোর মূকপাত্র ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।
আলোচনা শুরুর পূর্বে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
শেষে তারুণ্যের আইডিয়া বাস্তবায়নে অংশ
গ্রহনকারী ৪১ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল তারুণ্যের আইডিয়ার গণঅভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আমার চোখে জুলাই বিপ্লব, নবজাগরণ অনুষ্ঠান















