যশোরের ডিবি পুলিশের অভিযানে বরিশাল থেকে চার ট্রাক চোর আটক

0
150

শহিদ জয়, যশোর : বরিশালের গৌরনদী থেকে একটি মিনি ট্রাক চুরি করে যশোরে এনে বিক্রিকালে চারজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুড়লী মোড়ের রাস্তার পাশ থেকে ওই ট্রাক জব্দ করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলো, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) এবং শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে সুশান্ত রায় (৩৫)। এছাড়া পলাতক আসামি মাসুদ (৩২) বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে মুড়লী এলাকায় রাস্তার পাশে দাড় করিয়ে রাখা একটি মিনি ট্রাক জব্দ করাহয়। সেখান থেকে আসামি হাফিজ, ফোরকান ও সোহেলকে প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানাগেছে, গত ২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে পলাতক আসামি মাসুদের নেতৃত্ত্বে তারা বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোর্দারের বাড়ি থেকে ট্রাকটি চুরি করে। এবং ওই তিনজন যশোরে নিয়ে আসে। মাসুদ ওই ট্রাক বিক্রির চেষ্টা করে। সেটা বিক্রি করতে না পেরে সুশান্তকে ডেকে নিয়ে আসে। পরে সুুশান্তকে আটক করা হয়। আটক চারজনই ওই ট্রাক চুরি করেছে বলে স্বীকার করে।
ডিবি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আসামি হাফিজ বেপারী আদালতে চুরির কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here