যশোরে খুলনা বিভাগের প্রতিবন্ধী বিদ্যালয়ে ৬ হাজার ৬৪০ শিক্ষক কর্মচারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত # বিভাগের ৩২০ প্রতিবন্ধি বিদ্যালয় এমপিওভুক্তির জোর দাবি

0
213

যশোর প্রতিনিধি : বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা স্কুল অডিটোরিয়ামে খুলনা বিভাগের ৩৩২ টি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়ে এই সভা করা হয়। সভায় বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জোর দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় তারা এমপিওভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিজেদের দাবি আদায়ের জন্য তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও, বক্তারা প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও ভাতা বৃদ্ধির দাবিও জানানো হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ। প্রধান আলোচক ছিলেন পরিষদের মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, কেন্দ্রীয় সহ-সভাপতি রতন মিয়া, মহিউদ্দিন (বাবু), সুরুজ্জামান এবং মেহেদী হাসান রাজু, সুবোধ মিত্র মোমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের সভাপতি মিলন মিত্র, জেলার সাংগঠনিক সম্পাদক সোহেলি বিন্দু সহ বিভিন্ন জেলার নেত্রীবিন্দু ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ইলিয়াস রাজ বলেন, আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরবো না। প্রয়োজনে আরও রক্ত দেবো, রাজপথে আন্দোলন গড়ে তুলবো। আমরা আশাবাদি প্রধান উপদেষ্টা আশ্বস্থ করেছেন।আগামি মাসে আমরা এমপিও ভুক্ত হবো ইনশাল্লাহ। তবে, সচিবালয়ের ফ্যাসিস্টের দোসররা যদি আমাদের বাঁধা প্রদান করে আমরা তাদের প্রতিহত করব। ২৪ শের ছাত্র জনতার আত্মত্যাগের পর আর কোনো ফ্যাসিস্টের দোসরদের তাবেদারি চলবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের জন্য রাজপথে থাকার আহবান জানান।
উল্লেখ্য মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০টি জেলার ৩৩২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ হাজার ৬৪০ জন শিক্ষক ও কর্মচারী এই সভায় অংশ নেন#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here