জুলাই অভ্যুত্থানবিরোধী ইবির ১৯ শিক্ষককে শোকজ

0
166

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-আগস্ট অভ্যুত্থানের বিরোধিতা করায় বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে আগামী ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। শোকজ নোটিশে বলা হয়েছে, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হুমকি, ধমকি, ভীতি প্রদর্শন, গালাগালি, উসকানিমূলক স্লোগান এবং পুলিশি গ্রেফতার-হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। শোকজ পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ, অধ্যাপক ড. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, অধ্যাপক ড. মো. রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু। ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাসরিন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, ইলেকট্রিকাল ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. বেরা মণ্ডল, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন। এছাড়া ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক—কে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক বলেন, ১৯ জন শিক্ষককে শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বাকীদের নোটিশ এখনও দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here