আক্তার হোসেন,স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কেশবপুর থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন ভোগতি গ্রামের শওকত বিশ্বাসের ছেলে সেলিম শেখ (৩৫),কেদারপুর গ্রামের মৃত কাওছার আলী বিশ্বাসের ছেলে ইনদাদুল ইসলাম (৩৪),বুরুলী গ্রামের মৃত বুধাই মোড়লের ছেলে আবু দাউদ মোড়ল, বগা গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন।
ওসি আনোয়ার হোসেন জানান, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়।















