ফ্যাসিবাদ বিরেরাধী আন্দোলনে রাজপথের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – ভিপি নূর

0
379

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
বলেছেন, আমরা জাতীয় সংসদের নির্বাচন চাই। কিন্তু তার আগে রাষ্ট্র সংস্কারের
যে দাবি উঠেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিগত ১৭ বছর ধরে রাজপথে
ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে বিরোধ দূর করতে হবে। মত
পার্থক্য থাকবে, ভিন্নমত থাকবে কিন্তু পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিরুদ্ধে
আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে আওয়ামীলীগকে আর
কখনো বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। সেই প্রশ্নে বিএনপি জামাত,
এনসিপি, গণঅধিকার পরিষদসহ রাজপথের সক্রিয় সকল শক্তি ঐক্যবদ্ধ। আওয়ামীলীগের
নামে যারা হত্যা, গুম, খুন, অর্থ লুটপাট, ধর্ষণের সেঞ্চুরি করেছে তাদেরকে কোন
ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে জুলাই গণ আন্দোলনের মতো আবারও যে কোন
অপশক্তির বিরুদ্ধে আমরা আবারও এক হয়ে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে
প্রতিরোধ গড়ে তুলবো, তবুও পতিত স্বৈরাচার হাসিনাকে এদেশের মানুষ মেনে
নেবে না। গতকাল বিকেলে যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে যশোর জেলা
গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ভিপি নূর
এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদ যশোর জেলা সভাপতি এ বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে
জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক
রাশেদ খাঁন। এছাড়া গণঅধিকার পরিষদের নেতা তারেক হাসান, কবিতা খানম,জি
এম রাজু, জাকির হোসেন.বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর,
জুলফিকার আলী প্রমুখ বক্তৃতা করেন।
ভিপি নুর বলেন, গণ আন্দোলনের মুখে প্রাণ রক্ষা করতে শেখ হাসিনা এক কাপড়ে
খালি পায়ে দিল্লী পালিয়ে গেছে। এখন সেখানে বসে রাজনীতির ছবক দিচ্ছেন।
বলছেন তত্বাবধায়ক সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন দিতে হবে। আমরা
পলাতক শেখ হাসিনাকে বলতে চাই, দিল্লী বসে ছবক দিবেন না, সাহস থাকলে
দেশে ফিরে এসে আইন আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে দেশে সংঘটিত
সকল হত্যা, গুম, খুন ও অর্থ লুটপাট করে বিদেশে পাচারের দায় স্বীকার করে জনগণের
সামনে আসেন। দেখেন জনগণ আপনাকে কিহাল করে। দিল্লীতে বসে রাজনীতি
করে দেশকে ও আপনার দলের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলবেন না। ###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here