যশোরের প্রবীন সাংবাদিক দৈনিক সংবাদের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ আর নেই

0
362

যশোর অফিস : যশোরের প্রবীন সাংবাদিক দৈনিক সংবাদের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি
রুকুনউদ্দৌলাহ আর নেই ( ইন্না লিল্লাহে অইন্না ইলাহে রাজেউন)। আজ রাত
৮টার দিকে তিনি যশোর আড়াইশ’ বেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ
করেন।প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ দীর্ঘ দিন নানা রোগে আক্রান্ত ছিলেন।
সম্প্রতি তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াকে
ভর্তি করা হয়। সেখানে ডা: আব্দু রশীদের তত্ববধানে তার হার্টে তিনটি বাল্ব
লাগানো হয়। বেশ কিছু দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তিনি যশোর
ফেরেন। বাড়িতে থাকার পর আজ সন্ধ্যায় হঠাৎ করে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে
তাকে দ্রুত যশোর আড়াইশ’ বেড হাসপাতালের সি্ি্িুতে নেওয়া হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার
মৃত্যুর খবর শুনে সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ হাসপাতালে
ছুটে যান তাকে এক নজর শেষ বারের মতো দেখতে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে
রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক রুকুনউদ্দৌলাহ এর মরদেহ খালধার রোডস্থ নিজ
বাড়িতে নেওয়া হয়।

এদিকে সাংবাদিক রুকুনউদ্দৌলাহ এর মৃত্যুতে প্রেস ক্লাব যশোরের সভাপতি
জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান শোক প্রকাশ
করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ প্রেস
ক্লাব যশোরের একজন সিনিয়র সদস্য ছিলেন। যশোরের সাংবাদিকতার ইতিহাসে
সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ এর অবদান অনস্বীকার্য । তিনি একজন বীর
মুক্তিযোদ্ধা। তিনি সাংবাদিকতার পাশাপাশি একাধিক গবেষনাধর্মী বই রচনা
করেছেন। তিনি দীর্ঘ দিন দৈনিক সংবাদের যশোর প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও
যশোর অফিসের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দৈনিক ঠিকানা, দৈনিক
স্ফুলিঙ্গ, দৈনিক রানার ও দৈনিক কল্যাণসহ স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায়
সায়বাদিকতা করে সুনাম অর্জন করেন। তার মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ
একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা প্রকাশ করেন। একই সাথে মরহুম সাংবাদিক রুকুনউদ্দৌলাহ এর রুহের
মাগফেরাত কামনা করেন।
অপরদিকে দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক
রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন
যশোর। এক বিবিৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম
ফরহাদ বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে যশোরের সাংবাদিক
সমাজ একজন গুণী সাংবাদিককে হারিয়েছেন। যার শুণ্যতা কখনও পূরণ হওয়ার মতো
নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান সংবাদি পরিবেশ ইতিহাস ঐতিহ্য রক্ষার
আন্দোলনের অন্যতম সংগঠক রুকুন উদ দৌল্লার মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী
কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ
সংবাদপত্রে এক বিবৃতি তে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংবাদপত্রে অনুরূপ এক বিবৃতি তে জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড
তসলিম উর রহমান এবং কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু গভীর শোক
প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here