লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নিখোজের তিনদিন পর ভ্যান চালক সুমন মোল্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে সুমন গত বৃহস্পতিবার ভ্যানসহ নিখোজ হয়। শুক্রবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তার ভ্যান উদ্ধার করে আত্মীয়স্বজনে।
রবিবার সন্ধ্যার আগে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়ীখোলা কামঠানা গ্রামে অবদার রাস্তার পাশে পুকুরপাড়ে সুমনের লাশ দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসী ধারনা করছে সুমনকে হত্যা করে লাশ পুকুরপাড়ে ফেলে ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, পোস্টমর্টেম করতে লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।#















