কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে এক উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজসে সরকারী রবাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে বিসিআসি অনুমোদিত ডিলার রিফাত এন্টার প্রাাইজের বিরুদ্ধে। রবিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে । জানা যায় , উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বিসিআসি অনুমোদিত সার ডিলার মেসার্স রিফাত এন্টার প্রাইজ উচ্চ মূল্যে ইউরিয়া সার নিজ গোডাউন থেকে অন্যত্র বিক্রয় করে দেয় । সে সময় ইউরিয়া সার নিয়ে আলম সাধু গাড়িতে রওনা হলে স্থানীয় মানুষ গাড়িটি জব্দ করে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে বুঝিয়ে দেয়। সে সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা সবাইকে আস্বস্ত করে ঘটনা স্থল থেকে সবাইকে চলে যেতে বলেন । এর কিছু ক্ষণ পর গাড়িটি ছেড়ে দেন তিনি। ঘটনা সময়ের সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। পরে ঘটনাস্থলে একাধিক গনমাধ্যম কর্মী উপস্থিত হয়ে কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন তিনি । পরে বলেন , আমি চা খেতে গিয়েছিলাম । এসে দেখি গাড়ি নেই । আপনি উর্দ্বতন কর্তপক্ষকে জানিয়েছেন কি ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , ফোনে টাকা নেই তাই জানাতে পারিনি।
এর আগে ১৯ আগষ্ট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিফাত এন্টার প্রাইজকে সার পাচারের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
খোজ নিয়ে জানা যায়, এই উপসহকারী কৃষি কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের ৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের আলী হোসেন অপুর আস্থাভাজন হয়ে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সুযোগ-সুবিধা ও সরকারি প্রদনার বীজ সার ও অনুদানের টাকা অনৈতিক উপায় অবলম্বন করে চেয়ারম্যানের জোকসাজসে আত্মসাৎ করতেন। ৫ আগস্ট এর পরে তিনি ভোল পাল্টালেও একই স্টাইলে করে চলেছেন অনিয়ম দুর্নীতি। সংশ্লিষ্ট দপ্তর তার অনিয়ম দুর্নীতির ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করে।















