ডুমুরিয়ায় ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

0
190

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৪জন নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় দ্রুতগামী ট্রাকের সাথে খুলনাগামী ইজিবাইকের এ দূর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ৪ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার কালিকাপুর-খরসন্ডা এলাকা থেকে একটি ইজিবাইকে চড়ে নারী-সহ ৭জন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জিলেরডাঙ্গা এলাকার কুলটি সংযোগ সড়কের সামনে দিয়ে যাওয়ার সময় ডুমুরিয়াগামী (ঢাকা মেট্রো- ন-১১-৬৪৪৬) ট্রাকটি দ্রুতগতিতে তার সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গেলে রাস্তার উত্তর পাশে থাকা খুলনাগামী যাত্রীবাহী ইজিবাইককে সরাসরি আঘাত করে। ট্রাকের আঘাতে ইজিবাইকের চালক খরসন্ডা গ্রামের মোজাহিদুল মোড়ল(২৫), কালিকাপুর গ্রামের মিনা বেগম(৪৬) ও হাফিজুর রহমান(৫০) এবং বাগদাড়ি গ্রামের রুস্তম আলী খান(৬০) প্রাণ হারিয়েছেন। দূর্ঘটনার খবর পেয়েই ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেন।
এখানে উল্লেখ্য দূর্ঘটনায় মিনা বেগম ও রুস্তম আলী খান ঘটনাস্থলেই প্রাণ হারান। আর ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও হাফিজুর রহমান হাসপাতালে নেওয়ার পর মৃত্যু যায়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন এবং খুলনা হাসপাতালে নেওয়ার পথে আরও ২জনের মারা যায়। এছাড়া আহত ৪ জন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনাস্থলে উপস্থিত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার চুকনগর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এ সড়কে প্রায়ই দূর্ঘটনায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। যাত্রী ও চালক-সহ সকলকে সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here