জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন খুলনা, নারী বিভাগে ঝিনাইদহ

0
77

যশোর অফিস : জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে, খুলনা জেলা দল। রানার্সআপ হয়েছে সাতক্ষীরা জেলা। বৃহস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৯ পয়েন্ট। প্রথমার্ধে ১৯-১০ পয়েন্টে এগিয়ে থাকা খুলনা জয় পায় ৪১-২২ পয়েন্টে। একই মাঠে নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ জেলা। তারা ২৪-১৮ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল সুযোগ করেছে নিয়েছে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১৫টি জেলা অংশ গ্রহন করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা ক্যাচার হয়েছেন খুলনার আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ ও সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার হয়েছেন নড়াইলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহের রুনা খাতুন ও সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ইভা। খেলা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাহাতাব নাসির পলাশ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here