চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবি উত্থাপন করেছে এবি পার্টি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট স্মারকলিপি দেন দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
স্মারকলিপিতে বলা হয়, চৌগাছা হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও জনবল নিয়োগ এখন সময়ের দাবি। একইসাথে হাসপাতালের ভেতরে একটি সরকারি ওষুধ বিক্রয়কেন্দ্র স্থাপন, রোগীর সঙ্গে আসা স্বজনদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ, গ্রামীণ এলাকায় ভুয়া চিকিৎসক ও ভুয়া ডেন্টাল চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ গণসচেতনতা বৃদ্ধি, মানহীন ও লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করা এবং উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো নিয়মিত তদারকির উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে উঠেছে।
দাবি গ্রহণ করে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, চৌগাছাবাসীর এই ন্যায্য দাবিগুলো অগ্রাধিকারে বিবেচনা করা হবে। বিশেষ করে রোগীর স্বজনদের জন্য আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং জানান, পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব সাইদুর রহমান উপস্থিত থেকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।















