আসন্ন শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠ ও সাড়ম্বরে আয়োজনের লক্ষে যশোর নীলগঞ্জ মহাশ্মশান কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত

0
124

কাগজ সংবাদ : আসন্ন শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠ ও সাড়ম্বরে
আয়োজনের লক্ষে যশোর নীলগঞ্জ মহাশ্মশান কমিটির
উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
দুপুরে মহাশ্মশানের সভকক্ষে মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক অলোক
ঘোষ। সভায় বক্তৃতা করেন কমিটির উপদেষ্টা অসীম
কুন্ড, সাধারন সম্পাদক সনৎ সাহা, সাবেক
আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক মৃনাল কান্তি
দে,দীপন কুমার রায়, সদস্য নির্মল কুমার বিটা,
রাধাকান্ত বিশ্বাস, অশোক সাহা, শ্যামল পাল। বিমল
রায়, দেবব্রত অধিকারী লালু হালদার, পল্লবী রানী
বিশ্বাস সহ সদস্যবৃন্দ।সভায় আসন্ন শারদীয়
দুর্গোৎসব সাড়ম্বরে, উৎসবমূখর পরিবেশে
আয়োজন ও সুষ্ট ভাবে সম্মানের জন্য সকলকে
আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়া, সভায় নির্মানাধীন নাট মন্দিরের
অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এবং নাট
মন্দির নির্মানের অনুদান সংগ্রহের জন্য সকলকে
উদ্যোগ গ্রহনের অনুরোত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here