আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বৈঠকের সভাপতিত্ব করেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান এবং সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডাবলু, যশোর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাজমা সুলতানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ সানা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামীর আন্দোলন ও সংগ্রামে নারীদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।















