অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক
মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল
চালক মো. রানা (২৪)। মঙ্গলবার রাতে দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের
আলীপুর এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম যশোর কোতয়ালী থানার ঘোপ জেল রোড এলাকার
সিরাজুল ইসলামের ছেলে। আহত রানা অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের
মহাকাল গ্রামের মো. রাজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে যশোর-
খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে আমডাঙ্গা স্লুইস গেটের উপর এ
দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে চলা রানা তার মোটরসাইকেল দিয়ে সাইফুল
ইসলামের মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে দু’টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ
হারিয়ে মহাসড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে খুলনাগামী একটি ট্রাক
সাইফুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রানা
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত
চিকিৎসক ডা. মরিযাম মুনমুন উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার ফারুক হোসেন
বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ
চালাই। নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল
করিম বলেন, ‘নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আহত রানার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’















