স্টাফ রিপোর্টার : প্রথিতযশা সাংবাদিক সম্প্রতি প্রয়াত
বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ’র স্মরণে নাগরিক শোকসভায়
বক্তারা বলেছেন, সাংবাদিকতা অঙ্গনে তার ছিল অক্লান্ত পথচলা।
লেখনী ও বক্তব্যের মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানাতেন
তিনি। সাহসী কলম; আর মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্মকে পথ
দেখিয়েছেন-এই বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও
কলামিস্ট।
বক্তারা আরো বলেন, রুকুনউদ্দৌলাহ্ধসঢ়; ছিলেন প্রেরণার বাতিঘর। তার
সৎ, সাহসী ও ন্যায়ভিত্তিক অবস্থান সবসময় অনুপ্রেরণা
জুগিয়েছে সহকর্মী সাংবাদিকদের। গ্রাম ছিল তার লেখার
প্রধান উপজীব্য। অবহেলিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের সুখ-দুঃখ-
হাসি-কান্না ও আশা- আকাক্ষা জীবনযাত্রার খুঁটিনাটি তিনি
সহজ-সরল অথচ প্রাণময় ভাষায় তুলে ধরতেন। সাংবাদিকতার
পাশাপাশি তিনি ছিলেন সৃজনশীল লেখক। তার লেখাগুলো সমাজ
গবেষকদের জন্য মূল্যবান উপকরণ ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের জন্য
পথ-নির্দেশিকা।
শনিবার বিকেলে ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে
নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা কমিটির
উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ
নেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত এই সাংবাদিকের স্মরণে সংগীত
পরিবেশন করা হয়। এরপর পাঠ করা তার সংক্ষিপ্ত জীবনী। জীবনী পাঠ
শেষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পালন করা হয়
এক মিনিট নিরবতা। পাশাপাশি তার সাংবাদিক জীবন নিয়ে
লেখা একটি ভাজপত্র বিতরণ করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির
আহ্বায়ক হাবিবা শেফা। স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক শোকসভা
কমিটির সদস্য সচিব ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি
সাজেদ রহমান বকুল। বক্তব্য রাখেন- যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি
বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌল্লা, জেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জাসদ যশোরের সাধারণ
সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের সম্পাদক ও
প্রকাশক মবিনুল ইসলাম মবিন, জনউদ্যোগ যশোরের আহ্বায়ক
প্রকৌশলী নাজির আহমেদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা
সভাপতি নাজিম উদ্দীন, উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট
আমিনুর রহমান হিরু, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাবেক
সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, জয়তী সোসাইটির
নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রেসক্লাব যশোরের
সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, আইডিইবি যশোরের
সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন। সঞ্চালনা করেন যশোর
সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
এ সময় স্মৃতিচারণে বক্তারা শুধু তার সাংবাদিকতা নয়, চলার পথের
নানা স্মৃতি, ব্যক্তিগত সম্পর্ক ও সহযাত্রার অভিজ্ঞতার কথা তুলে
ধরেন।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে
শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা
রুকুনউদ্দৌল্লাহ্ধসঢ়;।
Home
যশোর স্পেশাল সাংবাদিকতা অঙ্গনে রুকুনউদ্দৌলাহ’র ছিল অক্লান্ত পথচলা লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানাতেন...















