নিজস্ব প্রতিবেদক : যশোরে তারুণ্যের উৎসব দ্বিতী পর্ব উদযাপন উপলক্ষে
প্রস্তুতি সভা বুধবার কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে
অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি-বেসরকারি সম্মিলনে সারাদেশে
বিভিন্ন কর্মসূচির চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত
জেলা প্রশাসক(সার্বিক) সুজন সরকার। এর প্রেক্ষিতে
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে বিভিন্ন
অনুষ্ঠান ও প্রতিযোগিতার কথা বলা হয়। বেশ, মিনি
ম্যানাথন, পীঠা উৎসব, দাবা টুর্নামেন্ট ও রক্তদান
কর্মসূচি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন, তারুণ্যের উৎসব সুন্দর ও উৎসব মূখরভাবে করা
হবে। বিভিন্ন সংগঠনের কর্মসূচি সংযোজন ও
বিয়োজন করে কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল
হোসেন, জেলা যুব উন্নয়নের উপপরিচালক খোন্দকার
জাকির হোসেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ হাসান,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক প্রমুখ।















