ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবিতে যশোরে লিফলেট বিতরণ

0
198

যশোর সংবাদদাতা : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও সাংবিধানিক শূন্যতার প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা দাবি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সাড়ে১১টায় যশোর জেলা জামায়াতের উদ্যোগে যশোর ভৈরব চত্বর থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ দাবি জনগণের সামনে তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য,যশোর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে এ আন্দোলনের কোনো বিকল্প নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলেও জনগণের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য এখনো আইনি স্বীকৃতি পায়নি। তাই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে নির্বাচন আয়োজন জরুরি। অন্যথায় অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।
ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
এ দাবির পক্ষে গণআন্দোলন গড়ে তুলতে তিন ধাপের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ।
লিফলেট বিতরণী অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজা, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সালসহ জেলা ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here