বেনাপোল নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রতিবাদে কুলি শ্রমিকদের মানববন্ধন

0
120

বেনাপোলথেকে এনামুলহকঃ বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে স্থানীয় কুলি শ্রমিক ইউনিয়নের পরিবর্তে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিক-কে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেনাপোল পোর্ট চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২০৮৪)-এর সভাপতি মোঃ কালুর নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিক অংশ নেন। তবে এসময় টার্মিনাল দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কুলিরা কোনো সরকারি ফি প্রদান ছাড়াই যাত্রী সেবা ও ব্যাগেজ পারাপারের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ গ্রীন লজিস্টিক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করেছে। ওই প্রতিষ্ঠানকে শর্ত দেওয়া হয়েছে, আদায়কৃত সার্ভিস চার্জের ২০ শতাংশ বন্দর কর্তৃপক্ষকে জমা দিতে হবে।উল্লেখ্য, নতুন প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিক এখনও কার্যক্রম শুরু করেনি। গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির সঙ্গে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here