অভয়নগরে খাবারের সন্ধানে লোকালয়ে কালোমুখো হনুমান

0
137

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে খাবারের সন্ধানে লোকালয়ে দেখা মিলেছে এক বিরল প্রজাতির
কালোমুখো হনুমানের। মানুষের ভয়ে কখনও গাছে, কখনও বাড়ির ছাদে
ছুটোছুটি করছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সাকাল থেকে উপজেলা তালতলা বাজার
এলাকায় হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
হঠাৎ এ বিরল প্রজাতির হনুমান দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দারা। কেউ
কলা, কেউ বিস্কুট বা পাউরুটি এগিয়ে দিচ্ছেন হনুমানটির দিকে। তবে ভিড়
বেড়ে গেলে হনুমানটি দৌড়ে গাছ বা ছাদে আশ্রয় নিচ্ছে।
উপজেলার তালতলা এলাকার বাসিন্দা সরোয়ার হোসেন বলেন, শনিবার সকালে
হনুমানটির দেখা পাই। কোথা থেকে এসেছে জানা নেই। মানুষের ভিড় হলে এটি
ছাদে চলে যায়, আবার খাবার পেলে কাছে এগিয়ে আসে। তবে কিছু শিশু ঢিল
ছুড়ে বিরক্ত করছে, যা উদ্বেগের বিষয়।
উপজেলার মাইলপোস্ট গ্রামের হাসান মাহমুদ জানান, সকালে বাড়ির ছাদে একটি
বড় কালোমুখো হনুমান দেখি। তাকে এ কিছু খাবার দিই। খাওয়ার পর অন্য ছাদে
লাফিয়ে চলে যায়। কিন্তু অনেকেই ঢিল ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করছে।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, দলছুট হয়ে
খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে এসেছে। অতিউৎসাহী হয়ে কাছে যাবার
প্রয়োজন নেই। আত্মরক্ষার্থে হনুমানটি আক্রমণ করতে পারে। চিন্তিত না হয়ে
কিছু খাবারের ব্যবস্থা করলে তা খেয়ে প্রাণীটি অন্যত্র চলে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here