যশোর পৌরসভার ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
143

স্টাফ রিপোর্টার : যশোর পৌরসভা উদ্যোগে শনিবার শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ২৫০ শয্যা হাসপাতাল ও দড়াটানা হাসপাতালের সামনে থেকে ফুটপথ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, শহরে অতিরিক্ত ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করাই ও ফুটপথ দখল হয়ে যাওয়ার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। ২৫০ শয্যা হাসপাতালের সামনে অবৈধ ভাবে দোকানপাট গড়ে তোলার কারনে সৃষ্টি হওয়া যানজটের কারনে হাসপাতালে রোগী আসার ক্ষেত্রে দর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক বার আমাদের চিঠি দিয়েছে। যার প্রেক্ষিতে উচ্ছেদ অভিযার শুরু করা হয়েছে। অভিযানে ২৫০ শয্যা হাসপাতাল ও দড়াটানা হাসপাতালের সামনে সামনে থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here