কেশবপুরে পরীক্ষার খাতায় কম নম্বরের কথা জানতে চাওয়ায় স্কুলছাত্রকে মারপিট

0
173

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে বিজ্ঞান পরীক্ষার খাতায় নম্বর কম পাওয়ার বিষয়ে জানতে চাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রকে মারপিট করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। সোমবার ঘটনা উল্লেখ করে ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়াসহ শিক্ষা অফিসকে অবগত করা হয়েছে।
অভিযোগ ও স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এতে পাঁচ রোল নম্বরধারী রোহান শেখের খাতায় ৪৯ নম্বর দেওয়া হয়েছে। ফলে শ্রেণী কক্ষে সে সংশ্লিষ্ট শিক্ষক চিন্ময় সরকারের কাছে সব প্রশ্নের উত্তর লেখার পরও এত কম নম্বর পাওয়ার বিষয়ে জানতে চায়। সাথে সাথেই শিক্ষক চিন্ময় সরকার তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। লাঠি ভেঙ্গে যাওয়ায় ওই শিক্ষক রোহানের মুখের দুই চোয়ালে থাপ্পড় মারতে থাকে। এতে সে মারাত্মকভাবে আহত হয়।
স্কুলছাত্র রোহান শেখের বাবা রমি শেখ বলেন, আমার ছেলেকে ডাক্তার না দেখিয়ে ও বাড়িতে যেতে না দিয়ে আহত অবস্থায় তাকে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ছুটির আগমুহুর্তে রোহানকে আনা হলে তার বামপাশের চোয়ালে, মাথায় ও পিঠে জখমের চিহ্ন দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেয়ে চিকিৎসা করানো হয়। আমার ছেলেকে এভাবে মারপিট করার কারণে বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকারের বিচার চাই। একই সঙ্গে চিকিৎসা না দিয়ে আহত অবস্থায় তাকে বিদ্যালয়ে আটকে রাখার জন্য প্রধান শিক্ষক দীন মোহাম্মদেরও বিচার চাচ্ছি।
উপজেলার দশকাহুনিয়া গ্রামের শামীম শেখ জানান, শিক্ষক চিন্ময় সরকার এর আগেও একই গ্রামের আব্দুল খালেকের পুতা ও হাফিজুরের মেয়েকে মেরে আহত করেছে। তার বিরুদ্ধে আরও বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ আছে।
অভিযোগের বিষয়ে শিক্ষক চিন্ময় সরকারের কাছে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ করে রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ বলেন, রোহানকে মারপিটের কারণে উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষক চিন্ময় সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ মন্ডল বলেন, ওই স্কুলছাত্রের বাবার কাছ থেকে অভিযোগ পেয়েই শিক্ষক চিন্ময় সরকারকে তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here