খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে উন্নত জাতের ১ হাজার আমগাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এদিন দুপুরে ক্যাম্পাসে অনার্স ভবনের সামনে একটি আমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষনিধন রোধ করতে হবে। গাছ আমাদের অক্সিজেনসহ বেঁচে থাকার নানা উপকরণ দেয়। প্রত্যেকের বসতবাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ থাকলে পুষ্টির চাহিদাও পূরণ হবে।
কলেজের অধ্যক্ষ মোহা. মীর কাশেমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) যশোরের জোনাল ম্যানেজার গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান ও কলেজ স্টাফ কাউন্সিলের বর্তমান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এসএসএস’র যশোরের এরিয়া ম্যানেজার অশোক কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, খাজুরা শাখা ব্যবস্থাপক জামাল হোসেন জীবন।
১৯৮৬ সালে সোসাইটি ফর সোসাল সার্ভিসের পথচলা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় কাজ করছে সংস্থাটি। এ লক্ষে সারাদেশে ১০ লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। কাজের স্বীকৃতিস্বরুপ ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কার লাভ করে এসএসএস। ##















