খুলনায় ব্যবসায়ী আব্দুর রবের রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

0
84

নিজস্ব প্রতিবেদ –খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ব্যবসায়ী এস এম আব্দুর রবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এ নিয়ে চলছে নানা বিতর্ক। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
গতকাল নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মৃত ব্যবসায়ী আব্দুর রবের ছোট ভাই আব্দুল হক অভিযোগ করে সাংবাদিকদের বলেন, গত ১ মার্চ ২০২৫ তারিখে তাদের নিজ বাড়ির দ্বিতীয় তলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এস এম আব্দুর রবকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও পরে পরিবারের সন্দেহ হয় যে এটি একটি হত্যাকাণ্ড।
তিনি অভিযোগ করেন, তার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সুলতানা খাতুন শামীমা এ ঘটনার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। এ ঘটনায় শামীমা, তার বাবা কওছার খান এবং মা মনিরা বেগমকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি আব্দুর রবের বোন জমেলা বেগম পরিবারের পক্ষ থেকে দায়ের করেছেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন।
আব্দুল হকের অভিযোগ, ঘটনার পর দিঘলিয়া থানার কোনো পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। অথচ পুলিশ কীভাবে আত্মহত্যার রিপোর্ট দিলেন এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি ঘটনার কয়েক মাস পার হলেও প্রকৃত রহস্য উদঘাটন না হওয়ায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত বলেন, আত্মহত্যা প্ররোচনা মামলাটি তদন্তে আমাদের দুইজন কর্মকর্তা ঘটনাস্থল গিয়ে তদন্ত করেছেন। দুই পক্ষকেই ডেকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, ঘটনার পর একটি অপমৃত্যু মামলা হয়েছিল এবং ইতোমধ্যেই তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষী গ্রহণ করেছেন। তবে আদালতে যে মামলাটি করা হয়েছে, তা এখনো থানায় এসে পৌঁছায়নি।
এদিকে, আব্দুর রবের পরিবার পুলিশের কার্যক্রমকে সন্দেহজনক দাবি করে জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ কোনো আলামত সংগ্রহ না করলেও তিন দিন পর সাংবাদিকরা গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। ফলে রহস্যজনক এ মৃত্যুর পেছনে প্রভাবশালী মহলের সম্পৃক্ততার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here