স্টাফ রিপোর্ট : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে মনিরুল ইসলাম মনি নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি নিজেকে বর মাপের একজন সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন এবং তার স্ত্রী স্থানীয় আরআরএফ বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা।
বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়।
এর আগে এদিন সকালে এ ঘটনায় ভুক্তভোগীর মাতা
শার্শা থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইননে একটি মামলা দায়ের করেছেন।যার নং ২২।
মামলাসুত্রে জানাযায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে উলাশী গিলাপোল আরআরএফ বর্ণমালা স্কুলের টিফিন সময় লম্পট মনিরুল ইসলাম মনি ওই স্কুলে যান। পরে তিনি এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগীকে বাইরে ডাকেন। এরপর কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে একটি হোটেলে নাস্তা করিয়ে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি জোরপূর্বক বলাৎকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামী আটক আছে।”
এদিকে যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, “এটি জঘন্য একটি অপরাধ। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা প্রক্রিয়াধীন আছে।















