ডুমুরিয়ায় জামায়াতে ইসলামী যুব ছাত্র মহাসমাবেশ অনুষ্ঠিত

0
86

ফরিদুল ইসলাম খান/ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র মহাসমাবেশ শুক্রবার ২৬শে সেপ্টেম্বর‌‌ সকাল ৯টায় স্বাধীনতা চত্বর ময়দানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুখতার হোসেন।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন-আমি নিবার্চিত হলে ডুমুরিয়ার শিক্ষিত যুবকদের চাকুরীর ব্যবস্হা করা হবে না হয় যুবক বেকার ভাতা দেওয়া হবে।ডুমুরিয়ায় কোন সন্ত্রাসী অভাশ্রম করতে দেওয়া হবে না।ডুমুরিয়ায় মহাসমস্যা হলো জলবদ্ধতা তা চিরস্থায়ী সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে। অনেক কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ডুমুরিয়ায় এসেছে তারা আপনাদেরকে দেখছে ও আপনারা তাদের কে দেখছেন।আপনারা বিগত ৫৪ বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন। সেখানে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি। বিগত সরকারগুলো হত্যা, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের মানুষ এখন বলতে শুরু করেছে, সব দলের শাসন দেখা হয়েছে, শুধু বাকি রয়েছে ইসলামি শাসন দেখার। তাই তো আমিরে জামায়াত শফিকুর রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন। একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন। যেখানে লুটপাট-দুর্নীতির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুড়ি হবে না, বেকারত্বের অভিশাপ কোনো যুবককে বয়ে বেড়াতে হবে না, সকল বৈষম্য দূর হবে। মানুষ সত্যিকার একটি কল্যাণরাষ্ট্র দেখতে পাবে।’ আপনারা দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে ডুমুরিয়া- ফুলতলা সহ দেশের মানুষের সেবা করার সুযোগ করে দিয়েন।বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুহাম্মদ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুহাম্মদ নূরুল ইসলাম সাদ্দাম। জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডুমুরিয়া শাখা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দি।খুলনা জেলা নেতা মাহাফুজুর রহমান,খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন,জামায়াতে ইসলামীর নেতা মোস্তফা নূর এলাহী, জেলা শিবিরের সভাপতি আব্দুল ইউসুফ ফকির,সরদার আব্দুল ওয়াদুদ,ডাক্তার হরিদাস মন্ডল,অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, অধ্যক্ষ শেখ জালাল উদ্দিন, মোসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম খান,আব্দুল গফুর খান প্রমুখ আরোও নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here