অভয়নগরে ডেঙ্গুতে কেড়ে নিল স্বর্ণ ব্যবসায়ীর প্রাণ বাবা করোনায় ছেলে ডেঙ্গুতে মৃত্যু

0
173

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুতে কেড়ে নিল স্বর্ণ ব্যবসায়ীর শুভ মুস্তাফীর(২৫) প্রাণ। স্বামী মারা গেছেন করোনায় ছেলে মারা গেলেন ডেঙ্গুতে। স্বামী ও একমাত্র পুত্রকে হারিয়ে পাগল প্রায় শ্যামলী মুস্তাফী (৫৫)। রোববার (২৮/৯/২৫) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা যান ছেলে শুভ মুস্তাফী (২৫)। পারিবারিক সুত্রে জানা গেছে, নওয়াপাড়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কালিদাস মুস্তাফী ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর চার বছর পর একমাত্র পুত্র শুভ মুস্তাফী গত ৩ সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তার অবস্থার দিনদিন অবনতি হতে থাকে। পরে তাকে ওই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে প্রায় ১১ দিন থাকার পর আজ রোববার সকালে সে মারা যায়। স্বামীর মৃত্যুর পর তার একমাত্র ছেলেকে হারিয়ে তার মা শ্যামলী মুস্তাফী পাগলপ্রায়। তার আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here