নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) যশোর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সিভিল সার্জন অফিসের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা সভাপতিত্ব করেন।
নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, হালনাগাদ লাইসেন্সসহ বিভিন্ন লাইসেন্সের জটিলতায় ভুগছেন। এসব সমস্যা থেকে তারা পরিত্রাণ চান। সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করলে হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, ডা. মেসবাহ উর রহমান, ডা. আজিজুল ইসলাম, নুরুজ্জামান, কাজী ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, চঞ্চল আহমেদ, সাইফুল ইসলাম, জ্যোস্না খাতুন, বাহারুল ইসলাম কাজল, রুহুল কদ্দুস প্রমূখ।















