নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে
সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’’শীর্ষক প্রকল্পের
আওতায় গার্লসগাইড ও বাংলাদেশ স্কাউটস
ভলেন্টিয়ারদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে
জেলা প্রশাসকের সভা কক্ষে অমিত্রাক্ষরে এ কর্মশালার
আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.
আজাহারুল ইসলাম । তিনি বলেন,আগামী ১২ অক্টোবর
থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টায়ফয়েড টিকাদান
ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম
বয়সি সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টায়ফয়েড
টিকা প্রদান করা হবে। জেলায় ৭ লক্ষের বেশি শিশুদের এই
কার্যক্রমের আওতায় আসবে। এ কাজে গার্লস গাইড ও
বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভুমিকা
রয়েছে । তাদের শিক্ষা প্রতিষ্ঠানে টায়ফয়েড টিকা দান
রেজিস্ট্রেশনে ভূমিকা পালন করবে। এই টিকাদান
কার্যক্রমে যাতে গুজব এবং অপপ্রচার কোন প্রভাব
ফেলতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোরের সিভিল
সার্জন মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার
মাহফুজুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের
উপপরিচালক নাছিমা বেগম।
সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন জেলা স্কাউট সসম্পাদক মোঃ রবিউল
ইসলাম, জেলা গার্লস গাইড সম্পাদক চাঁদ সুলতানা ,
খুলনাঅঞ্চলের স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদার।
এই ওরিয়েন্টেশন কর্মশালায় যশোর জেলার আট উপজেলার
৪৫ জন গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস
ভলেন্টিয়ারদের অংশ গ্রহণ করেন।















