দুই কিডনি বিকল, বাঁচতে চান ভ্যান চালক আশিকুল

0
191

মাসুম বিল্লাহ : দুই কিডনি বিকল, বাঁচতে চান ভ্যান চালক আশিকুল এই সুন্দর পৃথিবী মানুষকে আঁকড়ে রাখে দারুণ মায়াজালে। সবাই বেঁচে থাকতে চায়। বেঁচে থাকতে চান ভ্যান চালক আশিকুল । কিন্তু তার সেই চাওয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মারাত্মক অসুস্থতা। আশিকুলের দুটি কিডনিই বিকল। ফলে তার বেঁচে থাকাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শরীর ও মন আর কিছুতেই যেন সাঁয় দিতে চায় না। তার সঙ্গে আছে আর্থিক টানাপোড়েন। মাঝে কিছুদিন খানিকটা ভালোবোধ করলেও সম্প্রতি তিনি আবারও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। চিকিৎসকরা তাকে বাঁচাতে প্রতি সপ্তাহে ডায়ালসিস করতে বলছে । আর এজন্য প্রয়োজন প্রায় ৮ – ১০ লাখ টাকা। বিপুল পরিমাণ এ অর্থ তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।
ছোটবেলা থেকেই কারও বিপদ দেখলে নিজের সাধ্যমতো করার চেষ্টা করতেন পরোপকারী আশিকুল ইসলাম । অথচ আজ তার নিজেরই সাহায্য প্রয়োজন। নিজ গ্রামে মানুষকে তার ভ্যানে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরিয়েছেন। আজ তিনি নিজেই ঘুরতে পারছেন না । কিন্তু মরণঘাতী কিডনি রোগ তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার স্ত্রী শাহনাজ বেগম জানান, এ পর্যন্ত ৮ টি ডায়ালিসিস করা হয়েছে। সামনে আরো একাধিক করতে হবে । স্থানীয়দের সহযোগিতায় কিছুদূর এগিয়েছিলাম এখন তাও পাচ্ছিনা।
অর্থের অভাবে থমকে গেলেও তারপর হাল ছেড়ে দিতে চান না তিনি। সংগ্রামটা চালিয়ে যেতে চান। তার এই সংগ্রামের সঙ্গে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছেন।
আশিকুলের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন তার এলাকাবাসী , এলাকাবাসী আরো জানান আশিকুল একজন ভ্যান চালক, তার কোন পুত্র সন্তান নেই। দুই মেয়ে বিয়ে দেওয়া, তার অবস্থাও সচোনিয়, তাই প্রশাসনের কর্তাদের দৃষ্টিআকর্ষন । তাদের সহযোগিতায় বেচেযেতেপারে আশিকুলেররজীবন। সাহায্য পাঠাবেন যেভাবে মো: আশিকুল ইসলাম,, ব্যাংক একাউন্ট নম্বর : ২৩১৫০০১০২৩৭৫৯, সঞ্চায়ী হিসাব, সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখা, যশোর।০১৮৭৮৪৮০০৪০ বিকাশ নম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here