যশোরে মাছ লুট ও পুকুর ভরাটের অভিযোগ, ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা

0
243

রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে একটি পুকুরে মাছ লুট ও অসংখ্য চারা মাছ বিনষ্টের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গফফার মোল্যার ছেলে মো. আলী মুনসুর মিন্টু (৪৮) যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে মো. ইদ্রিস মোল্যা (৫২) ও সাহাবউদ্দীনের ছেলে মো. আব্দুল খালেক (৪৫) এ ঘটনায় জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু দীর্ঘ ৬-৭ বছর ধরে মুনসেফপুর পথের বাজারসংলগ্ন মাঠে ৭৫ শতক জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। লিজের মেয়াদ শেষ না হলেও জমির মালিক খালেক সম্প্রতি তা বিক্রি করে দেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিবাদীরা পুকুরে গাছের ডালপালা ও আবর্জনা ফেলে মাছের ক্ষতি সাধন করে। গত ৩০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে মিন্টুর লিজকৃত পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ চুরি হয়। একই সঙ্গে প্রায় এক লাখ টাকার চারা মাছ নষ্ট করে পুকুরে বালি ও মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়। এতে করে ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ চাইলে অভিযুক্তরা মিন্টুকে হত্যার হুমকি দেয় ও মারধরের চেষ্টা করে বলে দাবি করেছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা বিষয়টি জানলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তারিকুল ইসলাম বলেন, “মিন্টু প্রকৃত অর্থে একজন মৎস্য ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সবার বসে আলোচনা করা উচিত ছিল। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here