যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

0
119

যশোর অফিস : যশোরে বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম সরদার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের মো: আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, আজ বুধবার সকালে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here