যশোর অফিস : যশোরের কোতয়ালী উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারী কচুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন আব্দুল হালিম (৪০) ও মোশারেফ (৫২)। তারা মৃত কাশেম আলী মোল্লার ছেলে। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে রাস্তার পাশে কচু গাছ লাগানোকে কেন্দ্র করে ভিকটিমদের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজ্জাক (৬০), তার ছেলে রুমান (৩০) ও সালমান (২০) এবং প্রতিবেশী রাকিব (২৫) মিলে দুই ভাইকে কিল-ঘুষি মারেন এবং ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এতে তারা রক্তাক্ত জখম হন।
পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।















