যশোর অফিস : যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় সেনা অভিযানে নারীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাপেন্টাসহ নগদ টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫৫ এফআইইউ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। (২ ইবি) পুলের হাট আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম মনোয়ারা (পিতা: মৃত আপেল উদ্দিন)। তিনি রেলগেট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে
৯৮ পিস ইয়াবা২ পিস ট্যাপেন্টা নগদ ২০ হাজার ৫০০ টাকা ৬টি পাসপোর্ট একটি ব্ল্যাঙ্ক চেকঅভিযান শেষে আটক নারীকে উদ্ধারকৃত মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলছে।















