যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

0
165

যশোর অফিস : যশোর সীমান্তে পৃথক অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় ৩ লাখ ৩৭ হাজার ৯০০ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ অক্টোবর) মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এইসব পণ্য জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here