যশোর অফিস : যশোরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৭ লাখ ৭৬ হাজার জনকে টাইফয়েড টিকা দেয়া হবে। কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে নিরাপদ এ টিকা গ্রহণে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে টাইফয়েড টিকাদান কর্মসূচি- উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক কনসালটেশন কর্মশালা এ আহ্বান জানানো হয়।
জেলা তথ্য অফিসের উদ্যোগে সকাল ১১ টায় জেলা প্রশাসকের ‘সনেট সভাকক্ষে’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।
কর্মশালায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি ( Conjugate Vaccine) টিকা পাবে। এ কর্মসূচির আওতায় যশোর জেলায় মোট ৭ লাখ ৭৬ হাজার ৭৮৯ জনকে টিকা দেওয়া হবে।
সভায় আরও বলেন, টাইফয়েড টিকা সব বয়সের মানুষ গ্রহণ করতে পারবে। তবে সরকার এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠীকে টিকা দিচ্ছে। সকল স্কুল ও স্থায়ী টিকা কেন্দ্র থেকে এ টিকা গ্রহণ করা যাবে। প্রত্যেক শিক্ষার্থীকে টিকা নেওয়ার দিন খাবার খেয়ে স্কুলে আসতে বলা হয়েছে। এ টিকাদান কর্মসূচিকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, টিকা নিয়ে গুজব বা কোন প্রকার অপপ্রচারে কান না দেয়া যাবে না। এ টিকা ইপিআই টিকার মত নিরাপদ। আগামী বছর ইপিআই টিকা হিসেবে টাইফয়েডের টিকা পাবে। এজন্য নির্দ্বিধায় টাইফয়েড টিকা গ্রহণে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান,ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।















