যশোরের কুয়াদায় রিকশা ছিনতাই করতে গিয়ে স্বামী স্ত্রী জনতার হাতে আটক

0
139

নাসির উদ্দিন নয়ন : যশোরের কুয়াদা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক স্বামী স্ত্রী রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়েন। আটককৃতরা হলেন যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেতে চিৎকারের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, রিকশাচালক মিজানুর বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং এক দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ সময় স্থানীয়রা একত্র হয়ে স্বামী, স্ত্রী ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল কাহিনি। রিকশা চালক মিজানুর জানান শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য তিনশ’ টাকায় রিকশা ভাড়া করেন।একপর্যায়ে তারা তাকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। পরে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তারা তাকে মারধর করে চাকু ঠেকিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তিনি চিৎকার শুরু করেন।
এই খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং পারভেজকে উত্তম মাধ্যম দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বলেন খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here