যশোরে ডিএনসি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবা-সহ পুলিশ সদস্য আটক

0
137

স্টাফ রিপোটার্সঃ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ মহিবুর রহমান রিমন (৩১) নামের এক পুলিশ সদস্য আটক হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর- মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মহিবুর রহমান চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের মোঃ শাহ আলমের পুত্র সে চিটাগং রেলওয়ে পুলিশে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো সোহাগ পরিবহনের যাত্রী মহিবুর রহমান রিমনের
ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খাতিনি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে চিটাগং রেলওয়ে পুলিশ সুপার (এসপি) সাকিলা সুলতানাকে অবহেলিত করলে সে মহিবুর রহমান রিমনের পুলিশ সদস্যের বিষয় নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here