যবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

0
91

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে“শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এই সভার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান শক্তিশালী করতে এ ধরনের মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি ক্রমেই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সব সমস্যা ও সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা, সফলতা ও সমস্যা উপাচার্যের সামনে তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here