যশোর অফিস : যশোরে দোকানে বাকি তেল না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে দুই যুবক। মঙ্গলবার সকালে সদর উপজেলার শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দোকানির নাম রাহাত হাসান (৩২)। তিনি শেখহাটি দক্ষিণপাড়ার মফিজুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেখহাটি এলাকার শিহাব (৩২) ও শাকিল (৩৪) নামে দুই যুবক রাহাত হাসানের দোকান থেকে তেল নিতে আসে। তারা বাকি তেল নিতে চাইলে রাহাত তা দিতে অস্বীকৃতি জানান। পরে তারা নগদ টাকা দিয়ে তেল নিলেও কথা কাটাকাটির একপর্যায়ে দু’জন মিলে রাহাতকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে রাহাতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হামলাকারী শিহাব ও শাকিল শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।















