বেনাপোলে নিখোঁজ শিবির নেতা রেজওয়ান হোসাইন তদন্তে ট্রাইব্যুনাল টিম

0
105

যশোর অফিস : বেনাপোল পোর্ট থানার সাবেক ছাত্রশিবির নেতা মো. রেজওয়ান হোসাইন গুম হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ অক্টোবর) সকালে তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এই টিম বেনাপোলে পৌঁছায়।
তদন্ত দলটি প্রথমে শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে রেজওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে এবং পরে বেনাপোল ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু করে।
রেজওয়ানের পিতা মিজানুর রহমান, ভাই রিপন হোসেনসহ পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের কাছে সাক্ষ্য দেন। রিপন হোসেন জানান, ২০১৬ সালের ৪ আগস্ট দুপুরে বই কেনার উদ্দেশ্যে রেজওয়ান বেনাপোল বাজারে গেলে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পোর্ট থানার এসআই নুরে আলমের নেতৃত্বে ওই ঘটনা ঘটে।
পরিবার জানায়, রেজওয়ানকে গ্রেপ্তারের পর তারা থানায় অভিযোগ করলে তৎকালীন ওসি অপূর্ব হাসান ও এসআই নুরে আলম কোনো সহযোগিতা করেননি। অভিযোগ গ্রহণ তো দূরের কথা, রেজওয়ানের পরিবারকে থানা থেকে বের করে দেওয়া হয়। নিখোঁজের পর বহুবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি তারা।
বেনাপোল ল্যান্ড ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও আইবিডব্লিউএফের ভাইস প্রেসিডেন্ট মতিয়ার রহমান বলেন, “ফ্যাসিবাদী সরকারের আমলে গুম-খুনের শিকার হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। রেজওয়ানও সেই সময়ের নির্যাতনের এক করুণ উদাহরণ। তদন্ত দ্রুত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা উচিত।”
সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস, ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান, সেক্রেটারি আশরাফুজ্জামান রনি প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে রেজওয়ান হোসাইন নিখোঁজ রয়েছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনার তদন্তের অংশ হিসেবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here