যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালক হত্যার রহস্য উন্মোচন, আটক ৩

0
94

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।
গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকায় তাঁর ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাংক থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্ব শত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে, পরে অন্যরা লাশ গুম করে।
ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা (নম্বর-১৮) হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার ছুরি, রক্তমাখা পোশাক, ট্রাংক ও ভ্যান উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here