যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় রায়হান (২৪) নামে এক যুবককে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে ঝিকরগাছা সম্মিলনী কলেজ মাঠ থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রায়হান ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের নুর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রায়হান বাড়ি থেকে বাঁকড়া বাজারে মাছ বিক্রির টাকা আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা ঝিকরগাছা সম্মিলনী কলেজ মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রায়হানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।রায়হানের এক আত্মীয় জানান,রায়হানকে কারা এভাবে নির্যাতন করেছে আমরা জানি না। তবে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নেই।”পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান ।















