তাবাসসুম ইসলাম সারাহ আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়

0
83

যশোর অফিস : এবারের এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাসসহ জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ তাবাসসুম ইসলাম সারাহ ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। তিনি যশোর সরকারী মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের ছাত্রী। সারাহ গত এসএসসি পরীক্ষাতেও যশোর দাউদ পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে জিপিএ ৫ পেয়েছিলেন।
এক প্রতিক্রিয়ায় সারাহ বলেন, তার এই সাফল্যের পেছনে কলেজের বিভাগীয় শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক এবং গৃহ শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। এ ছাড়া মা বাবার দোয়া ও নিজের পরিশ্রম এই সফলতার পেছনে মুল ভূমিকা পালন করেছে। তিনি তার এই সফলতার জন্য মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সারাহ বলেন, পরিশ্রম ছাড়া ভালো কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। মন দিয়ে লেখা পড়া করলে এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
উল্লেখ্য তাবাসসুম ইসলাম সারাহ প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম ও কলেজ শিক্ষক আইরিন আক্তার দম্পত্তির ছোট মেয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here