কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ২১টি ট্যাব ও বজ্রনিরোধক সরঞ্জাম উধাও

0
229

যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে ২১টি ট্যাব ও একটি বজ্রনিরোধক সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের নিচতলা ও দোতলার ভেন্টিলেটরের গ্রিলের রড কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার দেবনাথ জানান, তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল বন্ধ করে বাড়ি যান। সকালে বিদ্যালয়ের অস্থায়ী কেয়ারটেকার হামিদা বেগম বৈদ্যুতিক বাল্ব বন্ধ করতে গিয়ে ভেন্টিলেটরের গ্রিল ভাঙা দেখতে পান এবং দ্রুত প্রধান শিক্ষককে বিষয়টি জানান।
এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে কেশবপুর থানায় মৌখিকভাবে খবর দেওয়া হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here