সূর্য বিশ্বাস সভাপতি, বাবলু দাস সাধারণ সম্পাদক রবিন দাস সাংগঠনিক সম্পাদক যশোর জেলা বিডিইআরএম এর কমিটি গঠিত

0
333

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), যশোর জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ১৭ অক্টোবর (শুক্রবার) বেলা ১১.৪৫ টায় যশোরের লালদীঘির পাড়স্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি বিভূতোষ রায় এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-যশোর জেলা শাখার সভাপতি দিপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি রবিন কুমার পাল, মানবাধিকার সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। সভায় বক্তব্য রাখেন বিডিইআরএম-যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রবিন দাস, শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আয়নামতি বিশ্বাস, যশোর পৌর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হীরনলাল সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু দাস, দপ্তর সম্পাদক রিপন সরকার, প্রচার সম্পাদক বিষ্টু কুমার দাস মাইকেল, বিডিইআরএম-যশোর জেলা শাখার সাবেক সহ সভাপতি প্রশান্ত বর্মণ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি বিকাশ কুমার মন্ডল, দলিতনেতা রতন সরকার, শেখর চন্দ্র বর্মণ, দিলিপ দাস, প্রভাস দাস, চৌগাছা উপজেলার সাংবাদিক শ্যামল দাস, বিডিইআরএম-কেশবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি অসীম সরকার, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- যশোর জেলা শাখার নেতা রতন রবিদাস, নারীনেত্রী চম্পা দাস প্রমুখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন বলেন, “আমরা তথাকথিত জাতপাতে বিশ্বাসী নই। পূজা উদযাপন পরিষদ সকল সনাতনীদের প্রতিনিধিত্ব করে। সেক্ষেত্রে কে ব্রাহ্মণ আর কে শুদ্র তা বিবেচ্য বিষয় নয়। ঐক্যবদ্ধভাবেই আমাদের টিকে থাকতে হবে।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, “ঐক্যমতের ভিত্তিতে যশোর বিডিইআরএম এর নূতন কমিটি গঠিত হোক। আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যহত থাকবে।” মানবাধিকার সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ বলেন, “১৯৭১ এ যখন আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তখন লক্ষ্য ছিল একটাই, মুক্তি। সেটি ছিল বৃহত্তর স্বার্থে। বিভেদ নয়, কেবলমাত্র ঐক্যই পারে বৃহত্তর অর্জন আনতে। নিজেদের স্বার্থে, জনগোষ্ঠীর স্বার্থে আমাদের একমত হয়ে কাজ করতে হবে। দলিত জনগোষ্ঠীর মর্যাদা ও মুক্তির জন্য যারা সংগ্রাম করবেন, তারাই যশোর বিডিইআরএম এর নেতৃত্বে আসবেন।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস বলেন, “বিডিইআরএম এর একটি সক্রিয় জেলা হিসেবে যশোর জেলা কমিটি নিরলসভাবে দীর্ঘদিন অত্র অঞ্চলের দলিত জনগোষ্ঠীর উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা আগামী দিনেও এর ধারাবাহিকতা দেখতে চাই। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে লড়াই আমরা করে যাচ্ছি, তা এগিয়ে নিতে সমমনা সকলকেই বন্ধু হিসেবে চাই। তবেই আমরা বৈষম্যমুক্ত, বৈচিত্র্যময় এক সমৃদ্ধ বাংলাদেশ পেতে পারি। বিডিইআরএম এমন একটি সংগঠন যেটির মাধ্যমে দেশ ও দশের উপকারে আসা যায়। অধিকারহীন সমাজের পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করতে ইচ্ছুকদের জন্য এটি একটি যথোপযুক্ত প্ল্যাটফর্ম।”
সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি বিভূতোষ রায় বলেন, “যশোরের বিভিন্ন প্রান্তে দলিত সম্প্রদায়ের বাস। অস্পৃশ্যতাসহ নানাবিধ বৈষম্য যাদের আজন্ম সঙ্গী, তাদের সবসময়ই অমর্যাদা আর লাঞ্চনার মধ্য দিয়ে উঠে আসতে হয়েছে। আমাদের নূতন প্রজন্মকে সুশিক্ষিত করে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই। একমাত্র শিক্ষাই পারে আমাদের প্রতি চলমান বৈষম্যের অবসান ঘটাতে। আমাদের সেদিকে মনযোগী হতে হবে। আন্দোলনের মাধ্যমে এ অঞ্চলের দলিতদের অধিকার সুনিশ্চিত করতে হবে।”
আলোচনা শেষে চলমান কমিটি বিলুপ্তপূর্বক সর্বসম্মতিক্রমে সূর্য বিশ্বাস কে সভাপতি, বাবলু দাস কে সাধারণ সম্পাদক ও রবিন দাস কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বিডিইআরএম-যশোর জেলা কমিটি চূড়ান্ত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি রীতা রানী ও বিকাশ চন্দ্র মন্ডল, সহ সাধারণ সম্পাদক বিষ্টু দাস মাইকেল ও অসিম সরকার, কোষাধ্যক্ষ রতন রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষ দাস, তথ্য ও গবেষণা সম্পাদক রিপন সরকার, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দাস, নারী বিষয়ক সম্পাদক চম্পা দাস, সাংস্কৃতিক সম্পাদক আয়নামতি বিশ্বাস, কার্যকরী সদস্য সুখিয়া ডোম, রিনা কর্মকার, তাপস মন্ডল এবং দিপা সরকার।
একইসাথে জেলা কমিটির সদ্য সাবেক সভাপতি বিভূতোষ রায়, বিডিইআরএম নেতা রমানাথ শীল, যশোর জজকোর্টের আইনজীবি অ্যাডভোকেট করিম মন্ডল এ.পি.পি, বিডিইআরএম নেতা প্রশান্ত বর্মণ এবং নাগরিক উদ্যোগ এর যশোর প্রতিনিধি নাসির উদ্দিন কে সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here