ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় স্কেভেটরে পিষ্ট হয়ে আব্দুস সামাদ মোড়ল(২৩) নামে এক দিনমজুরের হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি বালুর বেডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকৃত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়। রোববার ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় এখনো পর্যন্ত কেউ কোন মামলা করেনি। স্কেভেটর চালক সবুজ পলাতক রয়েছে। বরাতিয়া এলাকায় একটি বালুর বেডে বালু লোড করার সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।















