মনিরামপুর ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় কৃষকের মৃত্যু।

0
224

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলার ৯নং ঝাপা ইউনিয়নের খালিয়া গ্রামের আরিজ এর ছেলে আতিয়ার(৫০)নামে একজন কৃষক ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় মৃত্যুবরন করেছেন।স্হানীয় বাসিন্দা সুমাইয়া ইয়াসমিন(সুমি)এর নিকট থেকে জানা যায় আতিয়ার সকালে খাবার খেয়ে বাড়ি থেকে স্প্রে মেশিন নিয়ে ধান ক্ষেতে পোকা দমন করা কীটনাশক স্প্রে করতে যান পরবর্তীতে আনুমানিক সকাল ১১ টার সময় দুই জন মটর সাইকেল আরোহী রাস্তার পাশে ধান ক্ষেতে আতিয়ারকে পড়ে থাকতে দেখেন তখনই তাকে উদ্ধার করে রাস্তার উপরে নিয়ে আসেন তাকে উদ্ধার করে আনার আগেই ধান ক্ষেতে তিনি মৃত্যুবরন করেন।এলাকাবাসী ধারনা করছেন কীটনাশক স্প্রে করার সময় স্ট্রোক করে তিনি মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here