জানাযায় উপস্থিত ছিলেন – অমিত বৃটিশ সৈনিক শামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

0
83

চুড়ামনকাটি ( যশোর) প্রতিনিধি : ব্রিটিশ সৈনিক দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশ গ্রহণকারী শামসুদ্দিন বিশ্বাস আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় (১০৬) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে। বুধবার মরহুমের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে যোহর বাদ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নিহতের বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা সাংবাদিকদের জানান, তার পিতা শামসুদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন। তিনি আরো জানান,তার পিতা বৃটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশ গ্রহণ করেন। এখনো তিনি বৃটিশ সরকারের পক্ষ থেকে সরকারি ভাবে ভাতা পান।
মৃত্যুর খবর পেয়ে বুধবার যোহর বাদ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুম শামসুদ্দিন বিশ্বাসকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর যোহর বাদ মরহুমের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এদিকে, বৃটিশ সৈনিককের মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা প্রশাসক মহোদয়সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা মরহুমের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং প্রতিনিধি পাঠান যশোরের জেলা প্রশাসক।
এদিকে, জানাযায় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি নেতা হাজী মুকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তালেব, ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আসলাম হোসেন, ছাত্রদলের মেহেদী হাসান প্রমূখ।
এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here