যশোরে জাতীয় নিরাপদ দিবস উদযাপন

0
99

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্যদিয়ে যশোরে জাতীয় নিরাপদ
দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালি,
আলোচনা ও হেলমেট বিতরণ। বিআরটিএ যশোর
সার্কেলের উদ্যোগে মান সম্মত হেলমেট ও নিরাপদ
গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যে
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল
ইসলাম বলেন, সড়কে দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। মানুষ
নিরাপদে বাড়ি ফিরতে পারছে না। দুর্ঘটনার ফলে পরিবার
ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য
দিয়ে নিরাপদে গাড়ি চালাতে। তাহলে আমাদের জীবন
রক্ষা পাবে।
বিআরটিএএর সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ
হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, সড়ক ও জনপথ বিভাগের
নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া,
বিআরটিসির ম্যানেজার ব্যাসদেব সরকার প্রমুখ।
আলোচনা শেষে ১০০ ল্যাসেন্স ধারীদের মাঝে হেলমেট
বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট চত্বরে প্রধান
অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির
উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here